সরকারি বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা GOVT. BANGABANDHU COLLEGE, DHAKA EIIN-108211, NU Code-6485, 01309108211,
Wellcome to National Portal

সর্ব-শেষ হাল-নাগাদ: 29 Apr, 2024

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস


প্রকাশন তারিখ : 08 Mar, 2023

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্মরণে তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার স্বারক হিসেবে ঢাকা মহানগরীর পল্লবীতে গড়ে উঠে সরকারি বঙ্গবন্ধু কলেজ। সরকারি বঙ্গবন্ধু কলেজ একটি ব্যতিμমী ও উচ্চ মর্যাদাশীল শিক্ষা প্রতিষ্ঠান। প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা এখানে ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহারিক এবং তাত্তি¡ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয়। ঐতিহ্যবাহী সরকারি বঙ্গবন্ধু কলেজ এতদঅঞ্চলে যেন সোনালী সূর্যের প্রতিভাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই ্ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি মানসম্মত শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। একাবিংশ শতাব্দীর প্রতিযোগিতামুলক ও সম্ভাবনাময় বিশ^চাহিদার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার উন্নতি সাধন করার মানসে কলেজের বর্তমান সুযোগ্য অধ্যক্ষ, প্রফেসর মোঃ আবদুর রহিমের নেতৃত্বে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ গঠিত হয়েছে ভিজিলেন্স টিম।  তাঁর সুদক্ষ পরিচালনায় কলেজটি একটি আদর্শ শিক্ষাপরিবারে পরিণত হয়েছে। জাতীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসসমূহ সরকারি নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যা ইতিমধ্যে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে প্রশংসিত হয়েছে। অধ্যক্ষ এর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নৈতিকতা, শৃঙ্খলা এবং অকুষ্ঠ দেশপ্রেম জাগ্রত হবে ও তারা প্রকৃত মানব সম্পদে পরিণত হবে বলে আমাদের বিশ^াস। 
এখন প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক, ¯œাতক(পাস) ও ¯œাতক সম্মান শ্রেণিতে পাঠদান করা হচ্ছে এবং অতিদ্রæত ¯œাতকোত্তর কোর্স খোলার চিন্তাভাবনা আছে। অত্র অঞ্চলে এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার এবং শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে অনেক মেধাবী তরুনের স্বপ্নের ক্যাম্পাসের নাম সরকারি বঙ্গবন্ধু কলেজ। তারা এখানে স্বপ্ন নিয়ে আসে মেধার বিচ্ছুরণ ঘটাতে যে আলোক বর্তিকায় আজ আলোকিত এ বিদ্যাপিঠ। এ প্রতিষ্ঠানটি কোন গৎবাঁধা, ছক কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সর্বদা স্বপ্রাণ, সজীব পরিবেশ, জ্ঞান ও জীবন সংগ্রামের ভিতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে উঠার এক অবারিত পৃথিবী।

 

একনজরে কলেজ পরিচিতি

কলেজের নাম : সরকারি বঙ্গবন্ধু কলেজ
প্রতিষ্ঠাকাল : ১৯৯৪ খিস্টাব্দ
কলেজ ক্যাম্পাসের পরিধি : ৫.৭৩ বিঘা
ছাত্র-ছাত্রীর সংখ্যা : ৭৫০০ জন।
কলেজ জাতীয়করণের তারিক : ২৪/০৩/২০১৬ খ্রিস্টাব্দ
EIIN Code : ১০৮২১১
শিক্ষা বোর্ড কোড : ১০২০
জাতীয় বিশ^বিদ্যালয় কোড : ৬৪৮৫

Website : www.govtbangabandhucollegedhaka.edu.bd.
E-mail : [email protected]
Telephone : 58052522
Mobile No : 01309108211